কোরিয়া যাচ্ছেন নগরবাউল জেমস

কোরিয়া যাচ্ছেন নগরবাউল জেমস


কোরিয়া যাচ্ছেন নগরবাউল জেমস


এবার কোরিয়ায় পাড়ি জমাচ্ছেন উপমহাদেশের জনপ্রিয় গায়ক জেমস। প্রথমবারের মতো তার এ কোরিয়া ভ্রমন বেড়ানোর জন্য নয়। কোরিয়া বসবাসরত প্রবাসীদের গান শোনানোর জন্যই তার এ দেশটিতে পাড়ি দেয়া। এ বিষয়ে জেমসের ব্যক্তিগত সহকারী রুবাইয়াৎ ঠাকুর রবিন জানান, ‘গান শোনানোর উদ্দেশে জেমস ৩ জুন ঢাকা ত্যাগ করবেন। আর দেশে ফিরবেন ৭ জুন।’ প্রতি বছরের মতো এবারও কোরিয়ার আনসান শহরে অনুষ্ঠিত হবে ‘বাংলাদেশ কালচারাল ফেস্টিভাল-২০১৬’। এ অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে যোগ দিচ্ছেন জেমস। পাশাপাশি সেখানে দেশের শোবিজ অঙ্গনের অন্যান্য তারকাদেরও যোগ দেয়ার কথা রয়েছে। প্রসঙ্গত, প্রথমবারের মতো এ বছর জাতীয় পদকে ভূষিত হয়েছেন জেমস। প্লেব্যাকের পাশাপাশি বিশ্বব্যাপী স্টেজ শো’র পারফর্ম নিয়ে সারা বছরই ব্যস্ত থাকেন পাগলা হাওয়ার এ গায়ক। কিছুদিন আগে ভারতে একটি কনসার্টে অংশ নিয়েছেন তিনি। বলিউডের ছবিতে গান করার সুবাদে ভারতেও ব্যাপক জনপ্রিয় বাংলাদেশের এ তারকা।

শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট