পানামার বিপক্ষে ব্রাজিলের সহজ জয়
প্রস্তুতি ম্যাচে পানামার বিপক্ষে ২-০ গোলের সহজ জয় পেয়েছে ব্রাজিল। দলের হয়ে দুটি করেন জোনাস ও গ্যাব্রিয়েল বারবোসা। রিকার্ডো অলিভিরার ইনজুরির কারণে এ ম্যাচে কার্লোস দুঙ্গার দলে সুযোগ পান জোনাস। আর এ সুযোগকে কাজে লাগিয়ে প্রায় চার বছর পর জাতীয় দলের হয়ে গোল করেন তিনি। সর্বশেষ ২০১১ সালে মিশরের বিপক্ষে সেলেকাওদের হয়ে গোল করেন তিনি। এদিন, খেলার মাত্র ২ মিনিটেই জোনাসের শটে এগিয়ে যায় ব্রাজিল। আর ওই এক গোলেই এগিয়ে থেকে বিরতিতে যায় দুঙ্গার শিষ্যরা। বিররিত পর অভিষিক্ত গ্যাব্রিয়েলের ৭৩ মিনিটের গোলে ২-০ তে এগিয়ে যায় সেলেকাওরা। পরবর্তীতে দু'দল গোল করতে ব্যর্থ হলে ওই ২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।